বের্টোল্ট ব্রেখট : ক-বাবুর আরও কথা
সেরা স্টাইল
স্টাইল সম্পর্কে ক-বাবু একটা কথাই বলেন : “যেন তা উদ্ধৃতিযোগ্য হয়। উদ্ধৃতি নৈর্ব্যক্তিক। ছেলেদের মধ্যে সেরা কে? যার কীর্তিতে বাবার নাম লোকে বিস্মৃত হয়!”
ক-বাবু এবং ডাক্তার
অপমানিত হয়ে ডাক্তার স ক-বাবুকে বললেন, “অজানা নানা বিষয় নিয়ে আমি বহু কথা বলেছি। শুধু বলিনি, তার উপশমও করেছি।”
“সে সব কি এখন সকলে জানে, আপনি যে-সব রোগের চিকিৎসা করেছেন?”
“না,” বললেন স। “ভালো,” সঙ্গে-সঙ্গে বললেন ক-বাবু, “গোপন রোগের সংখ্যা বাড়ার চেয়ে অজানা রোগ অজানা থাকা ভালো।”
আলাদার চেয়ে একরকমই ভালো
লোকে আলাদা হলে যে ভালো, তা নয়। কিন্তু আসলে তারা একরকম। যারা একরকম, তারা একসঙ্গে যায়। যারা আলাদা, অবসাদে ভোগে তারা।
চিন্তাশীল ক-বাবু এবং ভুল ছাত্র
চিন্তাশীল ক-বাবুর কাছে এক নকল ছাত্র এসে বলল, “আমেরিকায় একটা বাছুরের পাঁচটা মাথা। এ নিয়ে কী বলবেন আপনি?” ক-বাবু বললেন, “কিছুই বলব না।” নকল ছাত্র শুনে খুশি, বলল, “বুদ্ধিমান আপনি, এ নিয়ে কত কিছু তো বলতে পারতেন।”
নির্বোধে আশা করে বেশি। চিন্তাশীলে বলে অল্প।
ক-বাবু কী-কী-র বিরুদ্ধে
ক-বাবু ছুটি নেওয়ার পক্ষে নয়, শুভেচ্ছার পক্ষে নয়, বার্ষিকীর পক্ষে নয়, খানাপিনার পক্ষে নয়, কাজ শেষ করার পক্ষে নয়, জীবনে নতুন পর্যায় শুরু করার পক্ষে নয়, হিসেবনিকেশ চুকিয়ে ফেলার পক্ষে নয়, প্রতিহিংসার পক্ষে নয়, নির্ধারক বিচারের পক্ষে নয়।
‘বইপত্তর’ প্রকাশিত বের্টোল্ট ব্রেখট-এর ক-বাবুর যত কথা থেকে নির্বাচিত অংশ
ভাষান্তর : সন্দীপন ভট্টাচার্য
(এখানে প্রকাশিত লেখাপত্র শুধুই পড়ার জন্য। দয়া করে এর কোন অংশ কোথাও পুনর্মুদ্রণ করবেন না। ইচ্ছে করলে লিঙ্ক শেয়ার করতে পারেন, কিন্তু অনুরোধ, গোটা লেখাটি কখনওই অন্য কোন ওয়েবসাইটে বা কোন সোশ্যাল নেটওয়রকিং সাইটে শেয়ার করবেন না। ধন্যবাদ।)